রিমান্ড ও জামিন নামঞ্জুর, খোকা কারাগারে

তেজগাঁও থানায় যাত্রীবাহী বাস পোড়ানোর একটি মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার রিমান্ড ও জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তবে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। রোববার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত এ আদেশ দেন।
আজ তেজগাঁও থানায় যাত্রীবাহী বাস পোড়ানোর একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে খোকার জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে বেলা সোয়া ৩টায় শাহবাগ থানায় বাস পোড়ানোর একটি মামলায় ২ দিনের রিমান্ড শেষে সাদেক হোসেন খোকাকে আদালতে হাজির করে পুলিশ।
উল্লেখ্য, বুধবার রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাসহ দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button