হাসিনার প্রধানমন্ত্রী প্রশ্নে আ.লীগ ছাড় দেবে না : মুহিত

বিরোধী দল না এলে দশম জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট দিতে যাবে না এবং এমন নির্বাচন অনুষ্ঠিত হলে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিরোধী দলকে নির্বাচনে আনতে রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার প্রশ্নে আওয়ামী লীগ কোন ছাড় দেবে না।’
সচিবালয়ে অর্থ মন্ত্রণালেয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুরে প্রকৌশলিদের দুটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি বড় কষ্টে আছে। হরতাল ও অবরোধের মত অমানুষিক দেশদ্রোহী কর্মসূচীতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। তাই আইন করে হরতাল বন্ধের পক্ষে আমি।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button