ডাকযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে জাপার মন্ত্রীদের পদত্যাগপত্র
পদত্যাগপত্র জমা দেয়ার জন্য সময় চেয়েও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাড়া না পাওয়ায় এবার ডাকযোগে তা পাঠানো হচ্ছে। রোববার দুপুরের পর জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এ তথ্য জানিয়ে বলেছেন, আজকের মধ্যেই মন্ত্রীদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে যাবে। এর আগে সকালে জানানো হয়েছিল পাঁচ মন্ত্রীর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে। দুপুরের পর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলু পদত্যাগপত্র দলীয় প্রধানের কাছে পাঠান। এরপরই মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগপত্র ডাকযোগে জমা দেয়ার সিদ্ধান্ত হয়। গতকাল জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সময় না দেয়ায় শনিবার তা জমা দেয়া যায়নি।