একতরফা নির্বাচন বন্ধে উদ্যোগ নিন : জাতিসঙ্ঘকে সুশীলসমাজ
জাতিসঙ্ঘ সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ও অহিংস নির্বাচন চায়। তবে বিশ্ব সংস্থাটি কোনো ফরমূলার সুপারিশ করছে না। আজ বিকেলে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের সাথে সুশীল সমাজের সদস্যদের বৈঠকের পর ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরা একতরফা নির্বাচন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈঠকে ড. কামাল বলেন, ‘একতরফা নির্বাচন বন্ধ করুন।’
আর ড. শাহদিন মালিক বলেন, ‘কেউ একতরফা নির্বাচন চায় না। আমরা ২০০৮ সালের মতো নির্বাচন চাই।’
রাজনীতিবিষয়ক জাতিসঙ্ঘ সহকারী মহাসচিব ওস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে বৈঠকের পর ড. কামাল সাংবাদিকদের বলেন, জাতিসঙ্ঘ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা এজন্যই কাজ করছে।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ড. জামিলুর রেজা চৌধুরী, বদিউল আলম মজুমদার ও ড. শাহদিন মালিক উপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করা যায় কি না সেটা তারা (জাতিসঙ্ঘ) জানতে চেয়েছিল। আমরা বলেছি হ্যাঁ, তা সম্ভব।
ইতোপূর্বে জাতীয় পার্টিও পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছিল।