বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘকে এএইচআরসি’র চিঠি
বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে ৫ ডিসেম্বর লেখা খোলা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) এর নির্বাহী পরিচালক বিজো ফ্রাসিস।
চিঠিতে বিজো ফ্রাসিস জানান, গত শতাব্দীতে গৃহযুদ্ধ কবলিত কেনিয়াতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছিল একই রকম ভূমিকা নিয়ে বাংলাদেশেও একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে।
বিজো ফ্রাসিস এ চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশে যে নৃশংসতা ঘটছে তাকে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের সংবিধান থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে রাখার জন্য একটি সঙ্কট সৃষ্টি করেছেন। মূল খবর জানতে………….