রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় প্রায় সোয়া এক ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। দেশের নির্বাচন নিয়ে চলমান সঙ্কটের মধ্যে সমঝোতার লক্ষ্যে জাতিসংঘের বিশেষ দূত যখন ঢাকা সফর করছেন তখন বঙ্গভবনে গেলেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতারা কিছু না বলে বলছেন, এটি একটি রুটিন ওয়ার্ক।
তাছাড়া জাতিসংঘের দূতের সফর, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ, রাষ্ট্রপতির দক্ষিণ আফ্রিকা সফর ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।