বায়তুল আমান মসজিদের সাবেক ইমাম জিয়াউল ইসলামের ইন্তেকাল
সিলেটের জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদ ও দি এইডেড হাইস্কুল মসজিদের সাবেক ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জিয়াউল ইসলাম চৌধুরী শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর রায়নগর দর্জিপাড়াস্থ ( সৌরভ-১৩) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মাওলানা জিয়াউল ইসলামের মৃত্যুর খবর গতকাল ছড়িয়ে পড়লে তাঁর ভক্ত অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই বাসায় ছুটে যান। শনিবার সকাল সোয়া ১০টায় মীরাবাজার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।