সিলেটে হরতাল অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে

সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে অবরোধ এবং হরতাল। দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সিলেটসহ বিভাগের চার জেলায় স্বেচ্ছাসেবক দল পালন করছে সকাল-সন্ধ্যা হরতাল। অন্যদিকে ১৮দলের দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। এ রির্পোট লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরীর সবক’টি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে হরতাল সমর্থক ও অবরোধকারীরা নগরীর মিরাবাজার, সুবহানীঘাট, কুমারগাও, দক্ষিণসুরমা ইত্যাদি এলাকায় পিকেটং করেছে বলে আমাদের ভ্রাম্যমান প্রতিনিধিরা মুঠো ফোনে জানিয়েছেন। তবে প্রথম সারির কোনো উল্লেথ যোগ্য নেতাকে এখনও রাজপথে দেখা যায়নি।সকাল থেকেই নগরীতে রিকশা ও মাঝে মধ্যে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। নগরীর বাসটার্মিনাল কমমতলী থেকে ছেড়ে যাচেছ না দূরপাল্লার কোনো বাস। তবে শিডিউল ভেঙ্গে পড়লেও ট্রেন চলাচল করছে।পুলিশের পাশাপাশি মোতায়েন রাখা হয়েছে ৩ প্লাটুন বিজিবি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button