কাদের মোল্লার ফাঁসি স্থগিত রাখতে উকিল নোটিশ
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করার জন্য সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছে তাঁর আইনজীবীরা।
কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, রবিবার বিকালে অ্যাটর্নি জেনারেলের অফিস বরাবর ডাকযোগে নোটিশ পাঠিয়েছে আসামিপক্ষের আইনজীবী ও কাদের মোল্লার ছেলে হাসান জামিল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীনের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।
তিনি আরো জানান, শিগগিরই রিভিউ আবেদন করা হবে উল্লেখ করে রায় কার্যকর স্থগিত রাখার জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন। রিভিউ আবেদন প্রস্তুত হচ্ছে। আমরা রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্যও প্রস্তুতিও নিচ্ছি।
আইনজীবী তাজুল ইসলাম জানান, রিভিউ আবেদন খারিজ হলে জেল কর্তৃপক্ষ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। কারাবিধি অনুযায়ী রিভিউ আবেদন খারিজের পর ২১ থেকে ২৮ দিনের মধ্যে রায় কার্যকর করতে পারবে। আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশন দায়ের করার জন্য সরকারের প্রতি নোটিশ ইস্যু করা হয়েছে।
আসামিপক্ষ মনে করে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করা আব্দুল কাদের মোল্লার সাংবিধানিক অধিকার। সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন দ্বারা এই সংবিধানে বর্ণিত কোনো অধিকার ক্ষুন্ন করা যায় না। সে কারণে রিভিউ দায়েরের জন্য নির্ধারিত ৩০ দিন সময় অতিক্রান্ত হওয়ার পর অথবা রিভিউ নিষ্পত্তি হওয়ার পর সাজা বহাল থাকলে সেক্ষেত্রে জেল কোডের বিধান অনুসরণের মাধ্যমেই কেবল সাজা কার্যকর করা যাবে। সংবিধান এবং আইনের এই বিধান অমাণ্য করে তড়িঘড়ি করে সাজা কার্যকর করা হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের উপর বর্তাবে।