সিলেটে খেলাফত মজলিসের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত
২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো বিদেশী শক্তি এদেশের উপর হস্তক্ষেপ করেনী। বর্তমানে ভারতের হাইকমিশনার বললেন, ‘আমরা আমেরিকার সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি।’ তাদের সুযোগ দেয়ার কারণে এমন বক্তব্য করছে তারা।
তিনি বলেন, আমাদের দেশে যদি দায়িত্ব-কর্তব্য সুষ্ঠভাবে পালন করা হতো, আমাদের মধ্যে ঐক্য থাকতো তাহলে বৈরী শক্তি জেগে উঠতো না। খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
শনিবার নগরীর ইউনাইটেড সেন্টার ধোপাদিঘীরপাড়ে খেলাফত মজলিস সিলেট মহানগরী আয়োজিত ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুনতাসির আলী বলেছেন, খেলাফত মজলিস অতীতে আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। ১৯৯০ সালে এরশাদের বারুদ-বোমা ক্ষমতা ঠিকিয়ে রাখতে পারেনী। বর্তমান সরকারও ক্ষমতার মসনদে ঠিকে থাকতে পারবে না। দেশের মানুষের আশা-প্রত্যাশার প্রতিফলন ঘঠানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো।
সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান ও কেএম আব্দুল্লাহ আল-মামুনের যৌথ পরিচালনায় এবং মহানগর সভাপতি হাফিজ নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাছিম হোসেইন, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি মনসুরুল হাসান রায়পুরী।
সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, ইসলামী ঐক্যজোট সভাপতি ফয়জুল হক জালালাবাদী, লেবার পার্টি সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিস মহানগরের সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ফজর আলী, মহানগর সহ-সাধারণ সম্পাদক রওনক আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, ছাত্র মজলিস মহানগরের সভাপতি জাবেদুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা সভাপতি হাফিজ আলাউদ্দিন, ভার্তখলার সভাপতি আজমত উল্লাহ, শাহপরান থানা সভাপতি ওলীউর রহমান, মোগলা বাজার সভাপতি হাফিজ রমিজ উদ্দিন প্রমুখ।