আব্দুল কাদের মোল্লার আপিল করার সুযোগ থাকা উচিত : হিউম্যান রাইটস ওয়াচ
ন্যায় বিচারের জন্য জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করা ও তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয়া উচিত বলে মনে করে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল রোববার সংস্থাটি থেকে প্রকাশিত বাংলাদেশ : হল্ট এক্সিকিউশন অব ওয়্যার ক্রাইমস অ্যাকিউসড’ শিরোনামের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুষ্ঠু ও ন্যায় বিচারের জন্য বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিত রাখা উচিত।
সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডাম বলেন, আইনের অপব্যবহার করে কাদের মোল্লার রায়টি তিরস্কারযোগ্য। এমনকি তাকে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পর্যন্ত দেয়া হচ্ছে না।
তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যেকোনো অবস্থায়ই মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর শাস্তি হিসেবে গণ্য করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি বলেও অভিযোগ করে সংস্থাটি।