মঙ্গলাবারও হরতাল ডেকেছে জামায়াত
সোমবার হরতাল পালনের পর ফের মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। জেলকোড লঙ্ঘন করে দলের নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ করে এর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। জামায়াতের বিবৃতিতে দাবি করা হয়, ‘সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে আবদুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে।’ এর প্রতিবাদে কাল সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।