দুর্নীতি প্রতিরোধে কাজ করছে যুক্তরাজ্য : ইউলিয়াম হেগ
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়াম হেগ বলেছেন, দুর্নীতি হ্রাস এবং স্বচ্ছতার প্রসার ঘটানোই এ সরকারের লক্ষ্য। সরকার ভূমি সংক্রান্ত কর আদায় আরো নিরাপদ করেছে। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও দূর্নীতি সূচকে যুক্তরাজ্যের অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দেশে ও এর বাইরে দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছি। রবিবার আন্তর্জাতিক দুনীর্তি দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্য আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান কেন ক্লার্ক বলেছেন, দুর্নীতি রোধে সরকারের ভূমিকা প্রশংসার। আমি আমার পক্ষ থেকে সংস্থার প্রধান হিসেবে কাজ করে যাচ্ছি। দুর্নীতি রোধে আমাদের অনেক কিছু করতে হবে। এটি বন্ধে অধিক প্রচারণা চালাতে হবে।
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি জাস্টিন গ্রিনিং বলেছেন, যখন কোন দেশে দুর্নীতি হয় তা গরীবদের বেশী করে ক্ষতিগ্রস্থ করে। দুর্নীতির প্রসার বন্ধেই আমরা কাজ করছি।