প্রবাসী বাংলাদেশীদের সভায় সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী
বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সহিংসতাকে ভয়াবহ বলে বর্ণনা করে সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানিয়েছেন প্রবাসী সুধীবৃন্দ।
‘সচেতন প্রবাসী বাংলাদেশী’ ব্যানারের আয়োজনে দেশের বর্তমান পরিস্থিতির উপর “দেশ যখন জ্বলছে, স্বাধীনতা যখন বিপন্ন, আমরা তখন কি করবো?” শীর্ষক এ আলোচনা সভা ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেষ্টুরেন্ট মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট আতিকুর রহমান সালুর সভাপতিত্বে ও কমিউনিটির পরিচিত মুখ আতাউর রহমান আতা।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে তথাকথিত মহাজোট সরকার পাঁচ বছর আগে ক্ষমতায় আসার পর থেকে দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আওয়ামী লীগ ও তারা মিত্ররা ছাড়া অন্য সকলকে স্বাধীনতার বিরোধী পক্ষ হিসেবে চিহ্নিত করে দেশকে কার্যত: দু’টি ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। সরকার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলে পড়েছে, হত্যা করেছে এবং গুম করে দেশকে একদলীয় ব্যবস্থার দিকে নিয়ে গেছে।
বক্তারা গণতন্ত্রের ছদ্মাবরণে শেখ হাসিনার শাসনকে হিটলারের শাসনের চেয়ে নিষ্ঠুর বলে বর্ণনা করে দলমত নির্বিশেষে প্রতিটি দেশপ্রেমিককে হাসিনার শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ মো: আমিনুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফার্মাসিষ্ট নূরুল হক, ফার্মাসিষ্ট আবদুল আউয়াল সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসেইন মঞ্জু ,সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা: ওয়াজেদ এ খান, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, বাপাফ এর সভাপতি সালেহ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহমীম হাওলাদার, ডা: মোতাসিম বিল্লাহ, সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন, কমিউনিটি এক্টিভিষ্ট খন্দকার ফরহাদ, কমিউনিটি এক্টিভিষ্ট আলাউদ্দিন বুলু, গিয়াসউদ্দিন, মাহফুজুর রহমান, নূরুল হক, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি আজাদ বাকির, হযরত আলী, সুভাষ মজুমদার, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, পিবিসি২৪ডটকমের সম্পাদক মতিউর রহমান লিটু, বাংলাদেশ সোসাইটির মোশাররফ হোসেন, প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মাসিষ্ট মোশতাক আহমেদ, বাংলাদেশ সোসাইটির কাজী আজহারুল হক মিলন, প্রবাসের শিল্পী দম্পতি শহিদুল হক সরকার ও সাকিনা ডেনি, আবুল মনসুর আজাদ, সৈয়দ আকিকুর রহমান ফারুক, ইবনে মাহফুজ, সিরাজুল ইসলাম খান, আইঅন বাংলাদেশ টিভির রিমন ইসলামসহ আরো অনেকে।
বক্তারা দক্ষিণ আফ্রিকার অবসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ম্যান্ডেলা ২৮ বছর কারাগারে কাটিয়ে মুক্ত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তাকে ও তার দেশের জনগোষ্ঠীর উপর নিপীড়নকারী মাত্র ১৪ শতাংশ শ্বেতাঙ্গের উপর প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে ক্ষমাশীলতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন বলেই তার মৃত্যুতে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, সমগ্র বিশ্বের মানুষের চোখ অশ্রুসজল হয়ে উঠেছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে চার দশক আগে মিমাংসিত একটি ইস্যুকে খুঁচিয়ে শান্ত স্থিতিশীল একটি দেশকে বিভাজিত করে এখন জ্বলন্ত আগ্নেয়গিরিতে রূপান্তরিত করেছেন। স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তি নামে দেশবাসীকে চিহ্নিত করা যে কোন শুভ কাজ হয়নি তার প্রমাণ দেশের বিদ্যমান পরিস্থিতি। একটি প্রতিবেশী দেশের ইঙ্গিত ও মদদে তারা পুনরায় ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে ও ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন। কিন্তু বাংলাদেশের সংগ্রামী জনগণ তার স্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না। তার স্বপ্ন অচিরেই যে দু:স্বপ্নে পরিণত হবে তার বড় প্রমাণ হচ্ছে যে, দেশ আর তার নিয়ন্ত্রণে নেই। তিনি এখন শুধু ঢাকার প্রধানমন্ত্রী।
তারা আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করায় বিচারের আশায় মানুষের যাওয়ার আর কোন স্থান নেই। পুলিশ ও বেসামরিক প্রশাসনকে তিনি কুক্ষিগত করে ফেলেছেন গত পাঁচ বছরে এবং প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছেন। ফলে সমগ্র দেশ তার ও তার দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং রাজপথে নেমে এসেছে। এ আন্দোলন ক্রমে জোরদার হয়ে সকল অত্যাচার উপেক্ষা করে তার ক্ষমতার মসনদ তছনছ করে দেবে।
বক্তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংলাপ অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়েই কাঙিক্ষত লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব।