সৌদি থেকে ৩০ হাজার বাংলাদেশি বিতাড়িত
সৌদি সরকার গত এক মাসে প্রায় দেড় লাখ অবৈধ শ্রমিককে বিতাড়িত করেছে। তাদের মধ্যে ৩০ হাজার হচ্ছে বাংলাদেশি শ্রমিক। রোববার রিয়াদের পাসপোর্ট বিভাগের সহকারী মহাসচিব মেজর জেনারেল আইয়েদ আলুকমানি এক বিবৃতিতে বলেন, ‘গত ৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৫শ ৬৯ জন অবৈধ বিদেশি শ্রমিককে সৌদি আরব থেকে বিতাড়িত করা হয়েছে।’ প্রতিদিন জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২২টি ফ্লাইটে করে এসব শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর কাজ চলছে বলেও তিনি জানান।
সৌদি থেকে বিতাড়িতদের মধ্যে এক লাখ হচ্ছে ইথিপিয়ার শ্রমিক। আরো পাঁচ হাজারের মতো ইথিওপিয়ান দেশে যাওয়ার জন্য শিবিরে অপেক্ষা করছে।
গত নভেম্বর মাসে ৩০ হাজার বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল ইসলাম জেদ্দায় এ তথ্য জানিয়েছেন। এছাড়া সৌদি বাদশাহর সাধারণ ক্ষমার সুযোগ পেয়েছে আরো সাড়ে সাত লাখের বেশি বাংলাদেশি শ্রমিক।
এছাড়া গত সাত মাসে ১ লাখ ৪১ হাজার ভারতীয় শ্রমিক দেশে ফেরত গেছে। রিয়াদের ভারতীয় দূতাবাস জানায়, এসব ভারতীয় শ্রমিকদের বিতাড়িত করা হয়নি। তারা স্বেচ্ছায় দেশে ফিরে যায়।
এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব অবৈধ শ্রমিকদের নির্বাসিত করার ফলে সৌদি সরকারের ৭শ কোটি ডলার বেঁচে গেছে।