সিলেটে ছাত্রশিবিরের মেসে পুলিশের অভিযান
সিলেট নগরীর দরগা মহল্লায় ছাত্রশিবিরের মেসে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ছাত্রশিবিরের বিভিন্ন দাফতরিক কাগজপত্র ও বেশ কিছু ইসলামী বই জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি জানান, ছাত্রশিবিরের ওই মেসে বিপুল সংখ্যক অস্ত্র মজুদ করা আছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। বেশ কিছু বই জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ছাত্রশিবিরের মালিকানাধীন নগরীর দরগা মহল্লারর পায়রা আবাসিক এলাকার ৮২ নম্বর বাসায় তল্লাশি চালায় পুলিশ। পুলিশ ওই বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। সেখানে পুলিশ ওই মেসের বিভিন্ন কক্ষে থাকা ড্রয়ার ও আলমিরা ভেঙে ছাত্রশিবিরের দলীয় কার্যক্রম সংক্রান্ত সব নথি জব্দ করে। এ সময় তারা ওই কক্ষগুলোতে রাখা বিপুল পরিমাণ ইসলামী বইও জব্দ করে।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের কোনো আবাস স্থলেই কোনো ধরনের রাষ্ট্র বিরোধী কার্যকলাপ হয় না। তিনি বলেন, পুলিশ জেহাদি বইয়ের নামে যা জব্দ করেছে, সেগুলো কোরআন-হাদিস ও ইসলামী সাহিত্য।