বিক্ষোভে উত্তাল ইউক্রেন : লেনিনের মূর্তি ধ্বংস
ইউক্রেনে হাজার হাজার হাজার বিক্ষোভকারী রোববার রাজধানী কিয়েভে ফের সরকারবিরোধী বিােভে ফেটে পড়েন। এ সময় তারা সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিনের একটি মূর্তি ভাঙচুর করেন। রাশিয়ার সাথে জোট বাঁধার দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা।
লেনিনের মূর্তিটি হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে দেন বিক্ষোভকারীরা। রোববার কিয়েভ স্বাধীনতা চত্বরে বিক্ষোভ করেন সরকারবিরোধীরা। তারা প্রধান প্রধান সরকারি ভবন অবরোধ কপ্রণ। প্রত্যদর্শীরা জাপ্রণ, এ সময় বিক্ষোভকারীদের একটি দল সোভিয়েত নেতা লেনিনের মূর্তি ভাঙতে শুরু করেন। ধাতু নির্মিত মূর্তিটি ভাঙতে তারা হাতুড়ি ব্যবহার করেন। পাশে দাঁড়িয়ে থাকা অন্যরা তাদের হাততালি দিয়ে উৎসাহ জোগান। তারা এ ঘটনাকে ‘ইউক্রেনের বিজয়’ হিসেবে দেখছে। এ দিকে বিরোধী দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।
এদিকে বিােভকারীদের সাথে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সরকারের অচলাবস্থায় ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেেিত একটি নতুন বিােভ চলাকালে এ ঘটনা ঘটে। কয়েক হাজার বিােভকারী এতে অংশ নেয়। ২০০৪ সালের অরেঞ্জ রেভ্যুলিউশনের পর থেকে এটাই ইউক্রেনে সংঘটিত সবচেয়ে বড় প্রতিবাদ। প্রতিবাদকারীরা ৩.৪ মিটার (১১ ফুট) দীর্ঘ লেনিনের মূর্তির গলায় দড়ি বেঁধে টেনেহেঁচড়ে ভেঙে ফেলে। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন মুখোশ পরে ছিল। এ সময় অনেকের হাতে জাতীয়তাবাদী সবোদা (মুক্তি) পার্টির পতাকা ছিল। এ সময় তারা চিৎকার করে বলে ‘এই কমিউনিস্টকে ফাঁসিতে ঝোলাও’। প্রায় এক হাজার ৫০০ বিােভকারী ইউক্রেনের জাতীয় পতাকা ও যুদ্ধকালীন কমিউনিস্ট বিরোধী ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মির লাল-কালো ব্যানার টানায়। পুলিশ এই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর থেকে দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিােভ চলছিল। বিক্ষোভের মুখে ইয়ানুকোভিচ ইইউ’র সাথে চুক্তি স্বারের বিষয়টি বিবেচনা করবেন বলে ঘোষণা দেয়ার পর আন্দোলন স্থগিত হয়।
সম্প্রতি প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাশিয়ার সাথে জোট বাঁধার পরিকল্পনা গ্রহণের পরিপ্রেক্ষিতে ফের সেখানে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলো। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতার মুখে ইউক্রেন ওই চুক্তি থেকে সরে আসে।