এ সরকারের সময়ে পদ্মাসেতু ও মেট্রোরেল সম্ভব নয় : যোগাযোগ মন্ত্রী
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পদ্মাসেতু ও মেট্রোরেল এই সরকারের সময়ে আমরা করতে পারব না। তিনি বলেন, এগুলো যেহেতু চলমান প্রকল্প, তাই পরবর্তি সময়ে হবে। এটা ‘নেক্সট জেনারেশনের বিষয়’ বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বৃধবার সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে নির্ধারিত আলোচনার সময় এ কথা বলেন। তিনি এ সময় তিনি ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে ডিসিদের সহায়তা চান। বলেন, এই মুর্হূতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বর্ষায় রাস্তা ঠিক রাখা ও ঈদে যানজট নিরসন করা। আমাদের অনেক জনপ্রতিনিধি মনে করেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে তাদের ভোট কমে যাবে। তবে আমি মনে করি যতটুকু কমবে এর চেয়ে বেশি ভোট বাড়বে। মন্ত্রী বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে সড়কের অবস্থা ভালো। এই অবস্থাকে ধরে রাখা ও যানজট নিরসন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।