কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে আইন মন্ত্রণালয়ে বৈঠক
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আইনি বিষয় নিয়ে সরকার বৈঠক করেছে। গতকাল আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, আইন উপদেষ্টা ছাড়াও আইন প্রতিমন্ত্রী মো: কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম কে রহমান ও আইজি প্রিজন উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (আইসিটি অ্যাক্ট) ও ফৌজদারি কার্যবিধি আইনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রায় এক ঘণ্টার এ বৈঠকে রিভিউ আবেদন, জেল কোডসহ আইনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়বস্তু গোপন রাখা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক বলেন, কাদের মোল্লার বিষয়ে কোনো বৈঠক হয়নি। তবে তিনি বলেন, আইসিটি অ্যাক্ট নিয়ে আলোচনা হয়েছে।
অপর একটি সূত্র জানিয়েছে, কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায় ইতোমধ্যে জেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সে অনুযায়ী জেল কর্তৃপক্ষ কাদের মোল্লার রায় কার্যকরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছে।