প্রাণ ভিক্ষা চাইলেন না কাদের মোল্লা
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে সম্মত হননি। আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
এদিকে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী দুপুরে সাংবাদিকদের জানান, আমি আসামিকে সকাল ১১টায় (কাদের মোল্লাকে) রায় পড়ে শুনিয়েছি। এসময় তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কি-না সে ব্যাপারে কিছু জানাননি।
এর আগে দুপুরে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কাছে দাবি করেন, জেল কোড অনুযায়ী আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় ২৩ ডিসেম্বরের আগে কোনোভাবেই কার্যকরের সুযোগ নেই।
সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, আদালত মৃত্যু পরোয়ানা জারির সাত দিনের মধ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এখন আমরা অপেক্ষা করছি সরকারের আদেশের। আর আদেশ না এলেও জেলকোড অনুযায়ী সর্বশেষ দিনে এ রায় কার্যকর করতে হবে জেল কর্তৃপক্ষকে।