রাজশাহীর চারঘাটে ১৪৪ ধারা
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট একই স্থানে একই সময়ে সমাবেশের ঘোষণা দেয়ায় উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
সূত্র জানায়, অবরোধ ও হরতালের সমর্থনে স্থানীয় ১৮-দলীয় জোট মঙ্গলবার দুপুর আড়াইটায় নন্দনগাছি এলাকায় সমাবেশ আহ্বান করে। পরে একই স্থানে একই সময়ে হরতাল বিরোধী সমাবেশের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ। পাল্টাপাল্টি এই কর্মসূচি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসা নন্দনগাছি বাজার ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তজা জানান, ইতিমধ্যে এলাকায় মাইকিং করা হয়েছে।
এছাড়া নন্দনগাছিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।