বৃষ্টি উপেক্ষা করে ম্যান্ডেলার স্মরণসভায় লাখো ভক্ত
বৃষ্টি উপেক্ষা করেও জোহান্সবার্গের এফএনবি স্টেডিয়ামে কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার স্মরণ সভায় যোগ দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লাখো ভক্ত ও বিশ্ব নেতৃবৃন্দ। রবিবারের শেষকৃত্য অনুষ্ঠানের ধারাবাহিকতার পূর্বে এ স্মরণ সভার আয়োজন। খবর বিবিসি।
ম্যান্ডেলাকে একবিংশ শতকের সর্বশেষ স্বাধীনতা আন্দোলনকারী উল্লেখ করে স্মরণসভায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি ইতিহাসের মহামানব।
তিনি বলেন, আমরা হয়তো ম্যান্ডেলাকে আর দেখতে পাবো না। তার এ অনুপস্থিতি আমাকে ভীষণ নাড়া দিচ্ছে। একজন ভাল মানুষ হওয়ার পথে তিনি আমার প্রেরণা।
এদিকে, অপত্যাশিত ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টি ও দমাতে পারেনি লাখো ম্যান্ডেলাভক্তকে। ম্যান্ডেলার নাতি জানান, তিনি ম্যান্ডেলার ভিশনকে শ্রদ্ধা করেন। ১৯৯০ সালের এই দিনে মুক্তি লাভের পর এ স্টেডিয়ামেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।
স্থানীয় সময় দুপুর ১২ টায় এ স্মরণসভা শুরু হয়। চলে প্রায় চারঘন্টা। একশরও বেশী দেশের সরকার প্রধানরা এতে অংশ নেন বলে জানা গেছে।