কাদের মোল্লার ফাঁসির ঘোষণায় রাজধানীতে আতঙ্ক, বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণায় রাজধানীজুড়ে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় কোন যানবাহন চলাচল করছে না।
এদিকে, ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির মহাপরিচালক বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, আজ রাতে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে সারাদেশে বিজিবি সতর্ক অবস্থায় থাকবে। রাজধানীতেও রাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী হুঁশিয়ারি দিয়ে বলেছে, “সরকার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করলে তার পরিণতি হবে ভয়াবহ। আইনি প্রক্রিয়া লঙ্ঘনের সাথে সরকারের যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।“
মঙ্গলবার রাত ৮টার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন,  “অন্যায়ভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কাল্পনিক, বানোয়াট ও ভুয়া সাক্ষীদের দিয়ে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায়ে মৃত্যুদণ্ডের রায় হাসিল করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। জনগণ সরকারের এ চক্রান্ত প্রত্যাখ্যান করে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলেছে।”
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হচ্ছে রাত ১২টা ১মিনিটে। এ ঘোষণার পরই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে শুরু করে নাজিমউদ্দিন রোডসহ পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। বাইরের কোনো গাড়ি ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। জেলগেট সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এছাড়া পুলিশের পক্ষ থেকে আশপাশের প্রতিটি বাড়ি-ঘরের আলো নিভিয়ে থাকতে বলা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button