স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ওআইসির

আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি। গিনির রাজধানী কনাক্রিতে সংস্থাটির তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনে এ আহ্বান জানান ওআইসি বিদায়ী চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ। ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলনে ইউসুফ আরো বলেন, ‘ফিলিস্তিন ইস্যু’টি সংস্থার মূল আলোচ্য বিষয়।
ইউসুফ বলেন, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সেই সঙ্গে, ইসরাইলের দখলদারিত্ব, অবৈধ বসতবাড়ি নির্মাণ স্থগিত ও ফিলিস্তিনি জনগণের ওপর জুলুম নির্যাতন বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত।”
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি। জাতিসংঘের পর ওআইসি’ই হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থা। ৫৭ জাতি গোষ্ঠীর এ সংস্থার স্থায়ী সদস্য রয়েছে জাতিসংঘে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button