সৌদি সরকারকে কাঁপিয়ে তুললো ‘বালির বাদশাহ’
সৌদি সরকার রূপালি পর্দায় ‘কিং অফ দ্যা স্যান্ড’ বা ‘বালির বাদশাহ’ শীর্ষক ছায়াছবি প্রচারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। ক্ষমতাসীন রাজ-পরিবারের প্রবীণ সদস্য তালাল বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, তাদের সরকার ‘বালির বাদশাহ’ শীর্ষক এই ছায়াছবি প্রচারের বিরুদ্ধে এরইমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে এবং এই ছায়াছবিকে তারা ‘সৌদি রাজতান্ত্রিক সরকারের’ প্রতিষ্ঠাতার প্রতি বড় ধরনের অবমাননা বলে মনে করছেন।
তালাল এই ছায়াছবির পরিচালক নাজদাত আজনুর-এর কঠোর সমালোচনা করেছেন এবং তাকে ‘ যৌন জিহাদের’ পরিচালক বলে অভিহিত করেছেন।
তিনি আরো বলেছেন, আমরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছি আমাদের এক অভিন্ন বন্ধুর মাধ্যমে যাতে এই আরব দেশটিতে এই ছায়াছবির প্রদর্শন বন্ধ করা হয়।
খ্যাতনামা সিরিয় চলচ্চিত্রকার নাজদাত আজনুর পরিচালিত ‘বালির বাদশাহ’ ছায়াছবি এরইমধ্যে আরব বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে।
এই ছায়াছবিতে সৌদি রাজতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদ তথা ইবনে সৌদকে আরব বিশ্বের ভুঁই-ফোঁড় বা হঠাত আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হওয়া ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। কুয়েতের একজন অখ্যাত গোত্রীয় সর্দার থেকে তিনি আরব উপদ্বীপ ও হিজাজ অঞ্চলের কেন্দ্রীয় শাসকে পরিণত হন।
এই ছায়াছবিতে তুলে ধরা হয়েছে যে, ব্রিটেনের মদদপুষ্ট ইবনে সৌদ ছিলেন একজন অবিবেচক ও দুর্নীতিবাজ, রক্ত-পিপাসু ও মাত্রাতিরিক্ত নারী-আসক্ত।