প্রধানমন্ত্রীকে জন কেরির ফোন
চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচী হরতাল-অবরোধ চলাকালে প্রাণহানির ঘটনায় তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে জন কেরি এই উদ্বেগ প্রকাশ করেন বলে জাস্ট নিউজকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবীর।
এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান সহিংস অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান। এ ছাড়া জাতিসংঘের উদ্যোগ এবং এর মধ্যস্থতায় চলা সংলাপকেও স্বাগত জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।