আওয়ামী লীগ-বিএনপি নেতাদের দ্বিতীয় দফা বৈঠক
নির্বাচন নিয়ে সমাধান বের করতে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বুধবার গুলশানে জাতিসংঘের একটি প্রকল্প কার্যালয়ে বেলা সাড়ে ১২টার পর এই বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড.গওহর রিজভী বৈঠকে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মঈন খান এবং সহসভাপতি শমসের মবিন চৌধুরী এ বৈঠকে অংশ নেন। বৈঠকে ছিলেন জাতিসংঘ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। গতকাল গুলশানের একটি বাসায় দুই দলের নেতাদের প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে হোটেলে ফিরে জাতিসংঘ দূত ইতিবাচক অগ্রগতির কথা জানান। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা বাতিল করে তারানকো সফর দীর্ঘায়িত করার কথা জানান। আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা থাকলেও তা দুপুর পর্যন্ত হয়নি। ধারণা করা হচ্ছে সমাধানে পৌঁছতে তারানকোর সফর আরও দীর্ঘায়িত হতে পারে।