সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জি এস সিংঘভি’র নেতৃত্ব একটি বেঞ্চ বুধবার এ রায় দিয়েছে।
রায়ে বলা হয়েছে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি (আইপিসি)’র ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এতে আরো বলা হয়েছে, ভারতের সংসদ আইন করে দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল না করা পর্যন্ত দেশটিতে সমকামিতা আইনত অপরাধ হিসেবেই বিবেচিত হবে। এ অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যাবে বলে দণ্ডবিধিটিতে বলা হয়েছে।
২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে এক বিতর্কিত রায় দিয়েছিল। রায়ে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির এই ধারাকে বৈষ্যমমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিচারপতি জি এস সিংঘভি’র নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লি হাইকোর্টের সে রায়কে নাকচ করে দিয়ে বলেছে,দণ্ডবিধির ৩৭৭ ধারায় পরিবর্তন আনার অধিকার একমাত্র পার্লামেন্টের রয়েছে। অ্যাটর্নি জেনারেলের সুপারিশ অনুযায়ী পার্লামেন্ট এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে বলে সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে।