বিশ্বমিডিয়ায় কাদের মোল্লার ফাঁসি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রায় নাড়া দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। ফাঁসি কার্যকরের আগে মৃত্যুদন্ড রায় স্থগিতের আহবান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। এদিকে রায় কার্যকরের সংবাদটি গুরুত্বসহকারে পরিবেশন করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, দ্য ডন, টাইমস অব ইন্ডিয়াসহ অন্যান্য গণমাধ্যম।
বৃহস্পতিবার ‘বাংলাদেশ হ্যাংস ইসলামিস্ট লিডার আব্দুল কাদের মোল্লা’ শিরোনামে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭১ এ মানবতাবিরোধী অপরাধে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ। এটি মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় কার্যকর।
এতে বলা হয়, তার রায় দেয়াকে কেন্দ্র করে বছরের শুরুতে বিক্ষোভ করে জামায়াতের সমর্থকরা। রায় কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
‘বাংলাদেশ এক্সিকিউটস অপোজিশন লিডার’ শিরোনামে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের এক নেতাকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি দিয়েছে বাংলাদেশ। কাদের মোল্লার এ মামলা নির্বাচনকে সামনে রেখে দেশে এক রাজনৈতিক অস্থিরতা তৈরী করেছে।
‘বাংলাদেশ এক্সিকিউটস ইসলামিস্ট অপোজিশন লিডার ফর ওয়ার ক্রাইমস’ শিরোনামে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সহিংসতার ভিতরেই বিরোধীদলের এক নেতার মৃত্যুদন্ড কার্যকর করেছে বাংলাদেশ।