লটারিতে জেতা ৩ লাখ ৩০ হাজার পাউন্ড টয়লেটে ফ্লাশ…
জার্মানির ইসেন এলাকার ৬৩ বছর বয়সী অ্যাঞ্জেলা মায়ার নামে এক নারী ৩ লাখ ৩০ হাজার পাউন্ডের লটারি জেতার পর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে এ লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। লটারিতে জেতা পুরো টাকাটাই অ্যাঞ্জেলা ছিঁড়ে ফেলেন ও টয়লেটে গিয়ে ফ্লাশ করে দেন। আর এ কাজটা তিনি করেছেন মাতাল অবস্থায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
লটারি জেতার কয়েকদিন পর ৫ বোতল শ্যাম্পেইন পানের পর চিঠিটি খোলেন অ্যাঞ্জেলা। এদিকে যে নার্সিং হোমে অ্যাঞ্জেলার স্বামী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তিনি লটারি জেতার পরপরই সেখান থেকে ৩ হাজার ৩০০ পাউন্ডের একটি বিল পাঠানো হয়। বিলটি হাতে পেয়ে তিনি ক্ষুব্ধ হন। এক মুহূর্ত দেরি না করে তিনি লটারিতে পাওয়া পুরো টাকাটাই ছিঁড়ে টয়লেটে ফ্লাশ করে দেন। লটারিতে জেতা অর্থের কোন অংশ তিনি নার্সিং হোম কর্তৃপক্ষকে দিতে চাননি বলে এমন কাণ্ড ঘটান। অ্যাঞ্জেলা পুরো ঘটনাটাই ঘটিয়েছেন মাতাল অবস্থায়। অন্তত, তিনি এমনটাই দাবি করেছেন। নার্সিং হোম কর্তৃপক্ষ বিল না পেয়ে অ্যাঞ্জেলার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে। মামলা নিষ্পত্তিতে তিনি ক্ষতিপূরণ বাবদ ৩ হাজার ৩০০ পাউন্ড দেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। আদালতের শুনানিতে বলা হয়েছে, বিলটি পরিশোধ এড়াতে অ্যাঞ্জেলা নিজেই কল্পিত একটি ঘটনা বানিয়ে থাকতে পারেন। কিন্তু, তা প্রমাণ করা কঠিন হবে।