১ পাউন্ডের বিরল মুদ্রা ৪৬,০০০ পাউন্ডে বিক্রি

1Poundব্রিটিশ গৃহযুদ্ধ সময়কালীন ১৬৪৩ সালের বিরল একটি ১ পাউন্ডের মুদ্রা নিলামে বিক্রি হয়েছে ৪৬ হাজার পাউন্ডে। মুদ্রাটির মালিকের ধারণাই ছিল না মুদ্রাটি এত পুরনো এবং এর এতটা দাম হতে পারে। মঙ্গলবার মুদ্রাটি নিলামে বিক্রি হয়। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। ১৬৪৩ সালে রাজপন্থি আর সংসদপন্থিদের মধ্যে বৃটিশ গৃহযুদ্ধ শুরু হওয়ার এক বছর পর মুদ্রাটি বানানো হয়েছিল। ডরচেস্টারের ডিউকস অকশন প্রতিষ্ঠানের কয়েন বিশেষজ্ঞ টিমথি মেডহার্স্ট বলেন, মুদ্রাটি কয়েক প্রজন্ম ধরে বর্তমান মালিকের কাছে হাতবদল হয়ে এসেছে। কিন্তু তার কোন ধারণাই ছিল না এর মূল্য সম্পর্কে। এটা এমন একটি মুদ্রা, যা খুঁজে পাওয়া দুষ্কর আর মুদ্রা সংগ্রহকারীদের মধ্যে এটা একটা আলোড়ন সৃষ্টি করবে। ব্যাপক দামাদামির পর ধারণার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয় বিরল এ মুদ্রা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button