তুরস্কে স্কুলে নিষিদ্ধ হলো ফেসবুক-টুইটার
তুরস্কের স্কুলে নিষিদ্ধ হল ফেসবুক-ট্যুইটার। স্কুলের ভিতর থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছবি বা ভিডিও কোনও কিছুই প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু ফেসবুক-টুইটার নয়, স্কুলে থাকতে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই ব্যবহার করতে পারবে না পড়ুয়ারা। ১ জুলাই থেকে স্কুলে ফেসবুক, ট্যুইটারসহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি নিষিদ্ধ করেছে সে দেশের শিক্ষা মন্ত্রণালয় বিধি ভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে ছাত্রছাত্রীদের। স্কুল থেকে বহিষ্কারও করা হতে পারে। স্কুলের কর্মচারী কিংবা সহপাঠীদের উল্লেখ করে ‘অপমানজনক’ পোস্ট বা ট্যুইটের জন্যও শাস্তি পেতে হবে ছাত্রছাত্রীদের।