বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ডব্লিইএসপি’র অংশীদার ডিসিসিসিআই
বিশ্ব ব্যাংকের ওয়াটার এন্ড স্যানিটেশন প্রোগ্রাম বিভাগের (ডব্লিউএসপি) অন্যতম অংশীদার হিসেবে বাংলাদেশে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সোমবার ডিসিসিআই ও বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম বিভাগ (ডব্লিউএসপি)এর সাথে এ সংক্রান্ত এক চু্ক্তি স্বাক্ষর করেছে। ডিসিসিআই সভাপতি মো. সবুর খান এবং বিশ্ব ব্যাংকের ওয়াটার এন্ড স্যানিটেশন বিভাগের কমিউনিকেশনস বিশেষজ্ঞ মিরভা মইলানেন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডব্লিউএসপি’র কনসালটেন্ট মো. উমর খইয়াম বিন আলম, ডিসিসিআই’র সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, এফসিএ, আবুল হোসেন, খন্দকার শহীদুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম এবং আহ্বায়ক খায়ের এম খান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী ডব্লিউএসপি আগামী বছরের মধ্য জানুয়ারিতে বাংলাদেশে দি ওয়াটার হ্যাকাথন এপ ফেস্টিভাল’র বাংলাদেশ অংশের আয়োজন করতে যাচ্ছে। এ ফেস্টিভালে নতুন উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন ও বাংলাদেশের নিরাপদ সুপেয় পানি ও পয়নিষ্কাষণ, স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র দূরীকরণে সমস্যাসমূহের সমাধানকল্পে ব্যবসায়ীক ধারণা প্রদান করবেন। এ সব সমাধানগুলো ডিসিসিআই দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিতদের নিকট পৌঁছাতে ডব্লিউএসপিকে সহযোগিতা করবে। তাছাড়া দি ওয়াটার হ্যাকাথন দল ডিসিসিআই’র এন্ট্রাপ্রেনারশিপ এন্ড ইনোভেশন এঙপোতে অন্তর্ভুক্ত হবে।